
আসসলামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি তো সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রমাদান উপলক্ষে ইফতার মাহফিল এর ব্যানার ডিজাইন এর Free Plp File. Plp File ডানলোড করতে হলে আপনার প্রয়োজন হবে ( ৬ সংখ্যার পাসওয়ার্ড ) পাসওয়ার্ড টা পেতে হলে সবার নিচে থাকা ভিডিও টা সম্পন্ন দেখুন।
কীভাবে Plp File Pixellab App এ Add করবেন!
ধাপ-১:
প্রথমে পিক্সেললেব অপেন করার পর উপরে ডানদিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন। ওই মেনু আইকনে ক্লিক করবেন।
ধাপ-২
তারপর স্ক্রিনে একটা মেনু উইনডো ওপেন হবে। একটু নিচের দিকে Open .PLP File নামে একটা অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করবেন।
ধাপ-৩
ক্লিক করার পর একটি উইনডো ওপেন হবে। উইনডো টির উপরের দিকে তিনটে অপশন পাবেন। (. PLP) মানে প্রথম টি তে ক্লিক করার পর আপনার সামনে একটি ফাইল মেনেজার ওপেন হবে।
ধাপ-৪
ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পর যদি ডিফল্ট ভাবে ডাউনলোড ফোল্ডার থাকে তা হলে ডাউনলোড ফোল্ডারেই সকল PixelLab PLP File পেয়ে যাবেন। অথবা উপরে তীর আইকনে ক্লিক করে সকল ফোল্ডার চেক করে ডাউনলোড ফোল্ডার বা যে ফোল্ডারে PLP File আছে সেটা খোঁজে বার করতে হবে।
ধাপ-৫
PLP ফাইল টি খোঁজে পাওয়ার পর তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ২ টা অপশন আসবে (Open Only) আর (Open and Add). প্রথম টিতে ক্লিক করলে একবারের জন্য ফাইল টি খোলবে। সেইভ না করলে ফাইল টি ২য় বার ব্যবহারের জন্য আবার এই নিয়ম ফোলো করতে হবে। আর আপনি যদি ২য় অপশন সিলেক্ট করেন তাহলে ফাইলটি ওপেন হবে এবং সাথে সাথে সেইভ হয়ে যাবে।
ধাপ-৬
অভিনন্দন আপনার প্রজেক্ট ফাইল ইনস্টল করা হয়েছে। এখন আপনি সম্পূর্ণরূপে আপনার ডাউনলোড করা plp প্রজেক্ট ফাইল কাস্টমাইজ করতে পারেন।
PLP FILE কি?
যারা যানেন না Plp File কি? তাদের বলছি, পিএলপি ফাইল হলো Pixellab Project File. এটি সম্পুর্ন ডিজাইনকৃত Pixellab Project. যাতে সামান্য পরিবর্তন করে আপনারা ব্যাবহার করতে পারবেন। আর যারা যানেন না কিভাবে Plp File এডিট করে ব্যাবহার করতে হয়? তারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও দেখে থেকে জেনে নিবেন।
গ্রাফিক্স ডিজাইন কি?
গ্রাফিক্স ডিজাইন হচ্ছে কোনো একটি ম্যাসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা ও বিভিন্ন সেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা ম্যাসেজগুলো হয় মার্কেটিং সম্পর্কিত। মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক্স ডিজাইনের আওতায়। গার্মেন্টস সেক্টর তার মধ্যে অন্যতম। গার্মেন্টস খাতের যেকোনো পণ্য তৈরি করার আগে এর ডিজাইন করতে হয়। আর আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পৃথিবী বিখ্যাত। তাই এ খাতে যোগ দিলে সেটি আপনার ক্যারিয়ারের জন্য খুবই উপকারী হবে। আপনি বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজের সুযোগ পাবেন যদি দক্ষ ডিজাইনার হতে পারেন। পাশাপাশি আপনি ফ্রিলান্সিং করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে এই ডিজাইনিং প্রয়োজন হয়।
কি কি কাজে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয়?
সত্যি কথা বলতে বর্তমানে প্রত্যেকটি জায়গায় গ্রাফিক্স ডিজাইনের চাহিদা রয়েছে। আপনি রাস্তায় বের হলে বিলবোর্ড থেকে শুরু করে দেওয়ালের পোস্টার পর্যন্ত সব জায়গাতেই গ্রাফিক্স ডিজাইনের ছোঁয়া আছে। তাই আপনি যদি সত্যিকার অর্থে একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার এই স্কিলটিকে ব্যবহার করে বেশ ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন।
বিশেষ দৃষ্টি আকর্ষণ
আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও, Plp File, Xml File ডানলোড করে আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ওয়েবসাইট এ আপলোড থেকে বিরত থাকুন। আমাদের অনুমতি ব্যাতিত Plp File বিক্রি করা কঠোর ভাবে নিষেধ!